জাবির সাবেক সহকারী প্রক্টর জনি কারাগারে
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৬:৩১ বিকাল

ছবি: সংগৃহিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছাত্রদল নেতা আরিফুর রহমান রাসেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৩ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ রিমান্ড ও জামিনের উভয় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে শুক্রবার রাতে সাভারের ব্যাংক টাউন মহল্লা থেকে জনিকে গ্রেপ্তার করা হয়।
আদালত সূত্র জানায়, গ্রেপ্তারের পর জনিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক মেহেদী হাসান। তিনি সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তন্ময় ভৌমিক রিমান্ড বাতিল ও জামিন প্রার্থনা করেন।
শুনানিতে আইনজীবী জানান, “জনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি দীর্ঘদিন রাজনীতি থেকে সরে এসেছেন। হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা নেই। কেবল সন্দেহের বশবর্তী হয়ে তাকে গ্রেপ্তার করে রিমান্ড আবেদন করা হয়েছে।” তবে যুক্তি বিবেচনা করে আদালত রিমান্ড ও জামিন- দুটোই নাকচ করেন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে সাভারের মুক্তির মোড় এলাকায় ছাত্রদল নেতা আরিফুর রহমান রাসেল আন্দোলনে অংশ নেন। ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে আসামিদের গুলিতে তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই সাইদুর রহমান ১৬ সেপ্টেম্বর সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাংলাধারা/এসআর