ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

গভীর রাতে নয়, এবার রাত ১০টায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:০৪ রাত  

ছবি: সংগৃহিত

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মানেই বাংলাদেশি দর্শকদের জন্য গভীর রাত জেগে দেখা। বেশিরভাগ ম্যাচ শুরু হয় রাত ১টা বা ২টায়, যার কারণে এশিয়া অঞ্চলের কোটি দর্শকের অনেকেই সরাসরি খেলা উপভোগ করতে পারেন না। তবে এবার ভক্তদের জন্য সুখবর নিয়ে এলো আয়োজক উয়েফা।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সময় এগিয়ে আনা হবে। চলতি বছরের ফাইনাল অনুষ্ঠিত হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে, বিখ্যাত ফ্রেঞ্চ পুসকাস স্টেডিয়ামে। প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুতে সরাসরি উপস্থিত দর্শক তুলনামূলক কম হলেও টেলিভিশন দর্শক সংখ্যা বাড়াতে ম্যাচের কিক-অফ সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

তাদের পরিকল্পনা অনুযায়ী, ফাইনাল ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (ব্রিটিশ সময় বিকেল ৫টা)। ফলে বাংলাদেশি দর্শকরা খেলা দেখতে পারবেন রাত ১০টায়—যা আর গভীর রাত নয়। অর্থাৎ এবার আর রাত জেগে নয়, স্বাভাবিক সময়েই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আনন্দ উপভোগ করা যাবে।

সময় পরিবর্তনের বিষয়ে উয়েফার প্রেসিডেন্ট অ্যালেক্সজান্ডার সেফরিন বলেন, “এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা ভক্তদের কথাই সবচেয়ে আগে ভেবেছি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পুরো মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। নতুন সময়ে শুরু হলে এটি আরও বেশি গ্রহণযোগ্য হবে। খেলা যদি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ায়, তবুও অনেক আগেভাগেই শেষ করা সম্ভব হবে। ফলে ভক্তরা বন্ধু ও পরিবারের সঙ্গে নির্ভার হয়ে ম্যাচ উপভোগ করতে পারবেন।”

ফলে এবারের ফাইনাল শুধু ইউরোপ নয়, এশিয়াতেও আরও বেশি দর্শক আকর্ষণ করবে বলে আশা করছে উয়েফা।

বাংলাধারা/এএস