চমক রেখে দল ঘোষণা করল ব্রাজিল
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১০:১২ দুপুর

ছবি: সংগৃহিত
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চিলি ও বলিভিয়ার বিপক্ষে লড়াইয়ের জন্য কোচ কার্লো আনচেলত্তি যে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন, তাতে থাকছে বেশ কিছু চমক।
সবচেয়ে বড় ধাক্কা এসেছে নেইমার জুনিয়রের নাম না থাকায়। প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা এই তারকা ফেরার জল্পনা থাকলেও ইনজুরির কারণে আবারও হতাশ হতে হলো তাঁকে। ইনজুরিতে পড়ায় সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দেখা যাবে না নেইমারকে।
এছাড়া নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে খেলতে না পারায় ভিনিসিউস জুনিয়রকেও রাখা হয়নি স্কোয়াডে। তবে আরও বড় চমক এসেছে রদ্রিগোকে দলে না রাখায়। জানা গেছে, তরুণদের সুযোগ দিতে অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে বাইরে রেখেছেন আনচেলত্তি।
তবুও অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শক্তিশালী দল গড়েছেন ব্রাজিল কোচ। আলিসন, ক্যাসেমিরো, মারকুইনোসদের মতো নির্ভরযোগ্য তারকাদের পাশাপাশি সুযোগ পেয়েছেন চেলসির কিশোর প্রতিভা এস্তেভাও এবং মধ্যমাঠের ভরসা লুকাস পাকুয়েতা। আনচেলত্তির চোখে এই দুই ম্যাচ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আগামী দিনের প্রস্তুতির বড় পরীক্ষা।
ইতোমধ্যেই আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে সেলেসাওরা। তবুও বাছাইয়ের শেষ দুই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় দলটি।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: আলিসন, বেন্তো, হুগো সাউজা
রক্ষণভাগ: আলেক্সসান্দ্রো রিবেইরো, অ্যালেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্টোস, ফ্যাব্রিজিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনোস, ভেন্দারসন, ওয়েসলি
মধ্যমাঠ: আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিনটন, লুকাস পাকুয়েতা
আক্রমণভাগ: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইস হেনরিক, ম্যাথেউস কুনহা, রাফিনহা, রিচার্লিসন
বাংলাধারা/এসআর