নেপালকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরল বাংলাদেশের কিশোরীরা
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১০:০৮ রাত

ছবি: সংগৃহিত
সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়পথে ফিরেছে বাংলাদেশ। রোববার (২৪ আগস্ট) ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। ভারতের কাছে হারের পর এই জয়ে নতুন করে আত্মবিশ্বাস পেল লাল-সবুজের কিশোরীরা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধেই তারা নেয় নিয়ন্ত্রণ। ৪১তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে কোনাকুনি শটে গোল করেন থৈনু মারমা। কয়েক মিনিট পর মিডফিল্ড থেকে গড়া আক্রমণে দূরপাল্লার দুর্দান্ত শটে নেপালের জাল কাঁপান সুরভী আকন্দ প্রীতি। প্রতিপক্ষ গোলরক্ষক বক্স ছেড়ে এগিয়ে এসেও শট ঠেকাতে ব্যর্থ হন।
বিরতির পর মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা করে নেপাল। ৬২তম মিনিটে তাদের সেরা সুযোগটি এসেছিল। বাংলাদেশের ডিফেন্স ভেঙে দুই ফরোয়ার্ড এগিয়েও গোল আদায় করতে ব্যর্থ হন। বরং উল্টো আগুয়ান গোলরক্ষকের হাতে বল তুলে দেন তারা।
বাংলাদেশও একাধিকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পায়। বিশেষ করে দুর্ভাগ্য পিছু ছাড়েনি সুরভী আকন্দ প্রীতিকে- ৮০ মিনিটে এবং যোগ করা সময়ে তার দুটি শট পোস্টে লেগে ফেরত আসে, ফলে হ্যাটট্রিক মিস করেন তিনি। থৈনু মারমার দূরপাল্লার শটও পোস্টে বাধা পায়। তবে ইনজুরি সময়ে বদলি রিয়া দারুণ কৌশলে প্রতিপক্ষ গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে ব্যবধান দাঁড় করান ৩-০ তে।
টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে। ইতোমধ্যে ভুটান ও নেপালকে হারালেও ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। সামনের ম্যাচগুলোতে আবারও এই তিন প্রতিপক্ষের মুখোমুখি হবে তারা। শেষ পর্যন্ত ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকেই ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন।
বাংলাদেশের এই জয় কেবল টুর্নামেন্টে টিকে থাকার নয়, বরং শিরোপার লড়াইয়েও শক্তভাবে থাকার বার্তা দিল কিশোরীরা।
বাংলাধারা/এসআর