বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ,সুখবর সমর্থকদের জন্য
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০১:৩৩ দুপুর

ছবি: সংগৃহিত
জিম্বাবুয়ে সিরিজে সম্প্রচার সংকটে পড়তে হয়েছিল বাংলাদেশ ক্রিকেটকে। কোনো বেসরকারি ব্রডকাস্টার আগ্রহ না দেখানোয় শেষ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভিতেই ভরসা রাখতে হয়েছিল ক্রিকেটভক্তদের। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে মিলেছে বড় সুখবর। এবার টিভি ও অনলাইন, দুই মাধ্যমে সরাসরি উপভোগ করা যাবে ম্যাচগুলো।
এশিয়া কাপের আগে হওয়ায় এই সিরিজটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ দল। সাম্প্রতিক পারফরম্যান্সের আলোকে সমর্থকদের মধ্যেও রয়েছে বাড়তি উত্তেজনা।
দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস পেয়েছে সিরিজটির সম্প্রচার সত্ত্ব। ফলে টিভির পর্দায় যেমন দেখা যাবে ম্যাচগুলো, তেমনি অনলাইনে তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকেও সরাসরি উপভোগ করা যাবে খেলা।
এরই মধ্যে নেদারল্যান্ডস সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সবচেয়ে বড় চমক উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। দীর্ঘ প্রায় তিন বছর পর ফিরেছেন তিনি জাতীয় টি-টোয়েন্টি দলে। শেষবার ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছিলেন তিনি।
বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।
বাংলাধারা/এসআর