ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৩:৪৭ দুপুর  

ছবি: সংগৃহিত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ গত বছর প্রথমবারের মতো আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে অনুষ্ঠিত সেই আসর সাড়া জাগিয়েছিল ক্রিকেটপ্রেমীদের মাঝে। এবার শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর।

বিসিবি জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রতিযোগিতাটি। তিন ভেন্যুতে হবে এবারের আসর। এর আগে ৫ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেওয়া হবে। টি-টোয়েন্টির পর মাঠে গড়াবে চার দিনের এনসিএল।

সব বিভাগই ইতোমধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে। খুলনা বিভাগও তাদের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। তবে গতবারের অধিনায়ক নুরুল হাসান সোহান জাতীয় দলের ব্যস্ততায় খেলতে পারবেন না। ফলে এবারের আসরে খুলনার অধিনায়কত্বের দায়িত্ব পাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুন।

দলে আরও থাকছেন এনামুল হক বিজয়, সৌম্য সরকার, জিয়াউর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ হালিম ও শেখ পারভেজ জীবনসহ অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা। তাদের নিয়েই এবারের আসরে লড়াই করবে খুলনা।

বাংলাধারা/এসআর