নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে : সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৭:৪৩ বিকাল

ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যথাসময়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে নির্দেশনা ছিল। এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে, এটিই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও জানান, বিএনপি রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে এবং নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য সব মহলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে।
বাংলাধারা/এএস