ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ট্রাম্পের বিরুদ্ধে ফেড গভর্নরের মামলা, আইনি লড়াইয়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১০:২২ দুপুর  

ছবি: সংগৃহিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক। বিষয়টি নিয়ে দেশটিতে ফেডের স্বাধীনতা প্রশ্নে নতুন আইনি লড়াই শুরু হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প কুককে পদ থেকে সরানোর চেষ্টা করেছিলেন। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করেই মামলা করেন কুক। আদালতের কাছে তিনি ট্রাম্পের বরখাস্তের নির্দেশ ‘অবৈধ ও বাতিল’ ঘোষণা করার আবেদন জানিয়েছেন। মামলায় ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও বিবাদী করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে ফেডের ওপর চাপ দিয়ে আসছেন। তার অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে গড়িমসি করছে। অথচ কুক সুদের হার নির্ধারণকারী বোর্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ট্রাম্প আরও দাবি করেন, কুক তার মর্টগেজ নথিতে ভুয়া তথ্য দিয়েছেন এবং সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের তাকে সরানোর এখতিয়ার রয়েছে।

অন্যদিকে কুকের আইনজীবী অ্যাবে লোওয়েল বলেন, “এই মামলা প্রেসিডেন্টের নজিরবিহীন ও বেআইনি পদক্ষেপকে চ্যালেঞ্জ করছে। যদি বরখাস্ত কার্যকর হয়, তবে ফেড বোর্ডের ইতিহাসে এটি হবে প্রথম ঘটনা।”

হোয়াইট হাউস অবশ্য ভিন্ন অবস্থানে। মুখপাত্র কুশ দেশাইয়ের দাবি, প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেছেন। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট ইচ্ছামতো ফেড কর্মকর্তাকে বরখাস্ত করতে পারেন না,‘যৌক্তিক কারণ’ থাকলেই কেবল সেই সুযোগ রয়েছে।

এতে স্পষ্ট হচ্ছে, যুক্তরাষ্ট্রে ফেডের স্বাধীনতা ও প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নিয়ে এক নজিরবিহীন লড়াইয়ের সূচনা হতে চলেছে।

 

বাংলাধারা/এসআর