ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সেঞ্চুরিয়ান হার্ভির ব্যাটে ভর করে বিদায় বাংলাদেশ ‘এ’ দলের

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৫:৫১ বিকাল  

ছবি: সংগৃহিত

অস্ট্রেলিয়া সফরের আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে মাঠের লড়াইয়ে সেই স্বপ্ন মিলিয়ে গেল অনেক আগেই। এবার সান্ত্বনার জয় নিয়েও ফিরতে পারল না সোহানরা।

গ্রুপপর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। জয় পেলে শেষ চার নিশ্চিত হতো। কিন্তু সেই অসম্ভব সমীকরণ মেলাতে না পেরে উল্টো বড় ব্যবধানেই হেরে বিদায় নিতে হলো দলকে।

অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে ব্যাট হাতে একাই বাংলাদেশের আশা গুঁড়িয়ে দেন ম্যাকেঞ্জি হার্ভি। তার ঝোড়ো সেঞ্চুরিতে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ১২৩ রানের উদ্বোধনী জুটি গড়েন হার্ভি ও জ্যাক উইন্টার। উইন্টার ব্যক্তিগত ৩৫ রানে ফিরলেও হার্ভির ব্যাট ছিল অপ্রতিরোধ্য। ম্যাচ শেষ করেছেন অপরাজিত সেঞ্চুরি করে। মৃত্যুঞ্জয় চৌধুরির বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতানোর পাশাপাশি তিন অঙ্কের ম্যাজিকাল ইনিংসও ছুঁয়ে ফেলেন তিনি।

হার্ভির ব্যাট থেকে আসে ১০২ রানের দুর্দান্ত ইনিংস, সাজানো ছিল ১৫টি চার ও ১টি ছক্কায়। স্ট্রাইকরেট ছিল প্রায় ১৯৩। তার সঙ্গে চতুর্থ উইকেটে হ্যারি মান্নেতি খেলেন অপরাজিত ২৫ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন অফস্পিনার সাইফ হাসান। তবে তার সাফল্যও হার্ভির ঝড় থামাতে পারেনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৫ রান তুলেছিল বাংলাদেশ। ওপেনার জিশান আলম খেলেন ৫০ রানের ইনিংস। আফিফ হোসেনও ভালো শুরু করেছিলেন, কিন্তু ফিফটি ছোঁয়ার আগেই থেমে যান ৪৯ রানে। বাকি রান আসে চল্লিশোর্ধ্ব দুটি ছোট ইনিংস থেকে। প্রতিপক্ষের হয়ে হান্নো জ্যাকবস তুলে নেন ৩ উইকেট।

শেষ পর্যন্ত সোহানদের জন্য অপেক্ষা করল হতাশার বিদায়। অন্যদিকে হার্ভির দুর্দান্ত সেঞ্চুরিতে শেষ চার নিশ্চিত করে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, শিরোপা ধরে রাখার লড়াইয়েও থাকল তারা।

বাংলাধারা/এসআর