ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপ বাছাই: আর্জেন্টিনার চূড়ান্ত দলে নতুন তিন মুখ

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১০:৪৩ দুপুর  

ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। এ উপলক্ষে কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন চূড়ান্ত ২৯ সদস্যের দল।

গত ১৮ আগস্ট ঘোষিত ৩১ জনের প্রাথমিক স্কোয়াড থেকে ফরোয়ার্ড আনহেল কোরেয়া ও লেফট-ব্যাক ফাকুন্দো মেদিনাকে বাদ দিয়ে নতুন করে জায়গা করে নিয়েছেন তিন তরুণ ফুটবলার- ক্লদিও এচেভেরি, অ্যালান ভারেলা ও জোসে ম্যানুয়েল লোপেজ।

আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে বুয়েনস আইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে শেষ ম্যাচে মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

দলে ডাক পাওয়া লোপেজ পালমেইরাসের হয়ে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন- ৪৬ ম্যাচে করেছেন ১৭ গোল। তাঁর অন্তর্ভুক্তি নিয়ে স্কালোনি বলেন, “সত্যি বলতে আমি নিজেও অবাক। তবে ওর ডাক পাওয়ার মতো সামর্থ্য আছে, শুধু সময়টা এত দ্রুত আসবে ভাবিনি।”

এদিকে, ম্যানচেস্টার সিটি থেকে ধারে বায়ার লেভারকুসেনে যাওয়া এচেভেরি প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন। সেপ্টেম্বরে তাঁর অভিষেকের সম্ভাবনাই বেশি। নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত এনজো ফার্নান্দেজের জায়গায় এসেছেন পোর্তোর ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যালান ভারেলা।

আটলেতিকো মাদ্রিদ ছেড়ে মেক্সিকান ক্লাব তিগ্রেসে যোগ দেওয়া কোরেয়া নতুন দলে জায়গা পাননি, যদিও তিনি লিগে দুর্দান্ত ফর্মে আছেন (৮ ম্যাচে ৬ গোল)।

আরেকটি চমক এসেছে মেদিনার বাদ পড়ায়। কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে শুরুর একাদশে থাকা এই লেফট-ব্যাক ইনজুরির কারণে সম্প্রতি ক্লাবের হয়ে খেলতে পারেননি। তবে স্কালোনির সিদ্ধান্ত শুধু চোটের জন্য নাকি কৌশলগত কারণে- তা স্পষ্ট করেননি তিনি।

আর্জেন্টিনা চূড়ান্ত স্কোয়াড


গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), হেরোনিমো রুই (মার্শেই)।

ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), লিওনার্দো বালের্দি (মার্শেই), হুয়ান ফয়থ (ভিয়ারিয়াল), নিকোলাস তালিয়াফিকো (লিঁও), মার্কোস আকুনা (রিভার প্লেট), হুলিও সোলের (বোর্নমাউথ)।

মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এজেকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), অ্যালান ভারেলা (পোর্তো), লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), থিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি), জিওভান্নি লো সেলসো (রিয়াল বেতিস)।

ফরোয়ার্ড: ক্লদিও এচেভেরি (বায়ার লেভারকুসেন), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রিয়াল মাদ্রিদ), ভ্যালেন্তিন কারবোনি (জেনোয়া), জিউলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস গঞ্জালেস (জুভেন্টাস), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান), জোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)।


বাংলাধারা/এসআর