গালফ জায়ান্টসে শেন বন্ড, প্রধান কোচ ট্রট
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৪:৫৪ দুপুর

ছবি: সংগৃহিত
সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের বোলিং কোচের দায়িত্ব নিলেন নিউজিল্যান্ডের সাবেক তারকা পেসার শেন বন্ড। তিনি টাইগারদের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসনের জায়গায় দায়িত্ব পালন করবেন।
নতুন অধ্যায় শুরু করতে পেরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বন্ড। তিনি বলেন, “আমাদের বোলিং আক্রমণকে আরও ধারালো করে তুলতে চাই। এ মৌসুমে নির্ণায়ক প্রভাব রাখার জন্য আমি ভীষণভাবে মুখিয়ে আছি।”
শুধু বোলিং বিভাগেই নয়, নতুন প্রধান কোচকেও নিয়োগ দিয়েছে গালফ জায়ান্টস। অ্যান্ডি ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার জনাথন ট্রট। দায়িত্ব পেয়ে ট্রট বলেন, “গালফ জায়ান্টস ইতোমধ্যেই এই লিগের অন্যতম সফল দলে পরিণত হয়েছে। আমার লক্ষ্য থাকবে খেলোয়াড়দের সর্বোচ্চটা বের করে আনা এবং নিলামের মাধ্যমে শিরোপা জয়ের মতো দল গঠন করা।”
এদিকে আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন ট্রট। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে প্রিটোরিয়ার কোচ হিসেবেও কাজ করছিলেন তিনি। তবে প্রিটোরিয়া সম্প্রতি তাকে সরিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
উল্লেখ্য, আসন্ন আইএল টি-টোয়েন্টির নিলাম আগামী ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। আর টুর্নামেন্ট মাঠে গড়াবে ২০২৫ সালের ২ ডিসেম্বর থেকে, যা চলবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।
বাংলাধারা/এসআর