পিরোজপুরে যুবক হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন
প্রকাশিত: সেপ্টেম্বর ০৭, ২০২৫, ০৭:১৮ বিকাল

ছবি: সংগৃহিত
পিরোজপুরে প্রায় এক দশক আগে সংঘটিত এক যুবক হত্যাকাণ্ডের মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে দুজনকে আদালতে উপস্থিত অবস্থায় কারাগারে পাঠানো হয়, আর বাকি চারজন এখনও পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ জুলাই রাতে সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামে নিহত আবুল কালাম শরীফের ওপর হামলা চালানো হয়। রাত সাড়ে ৮টার দিকে তিনি অভিযুক্ত আক্কাস শরীফের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে।
স্থানীয়রা প্রথমে তাকে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।
এরপর নিহতের ভাই হাকিম শরীফ বাদী হয়ে ১১ জুলাই সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ১১ বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ রায় ঘোষণা করলেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- এজাজা শরীফ, আক্কাস শরীফ, সাখায়েত শরীফ, শেফালী বেগম, হ্যাপি বেগম ও লিমা বেগম। এছাড়া মামলার আরেক আসামি মো. এমরানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ন্যায়বিচার পেয়েছি।”
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল কবির বাদল জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
বাংলাধারা/এসআর