নারী সাংবাদিককে ধর্ষণের ঘটনায় ৩ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৬:১১ বিকাল

ছবি: সংগৃহিত
ঢাকার পল্লবী এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। তদন্ত শেষে গত ৩০ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা, তেজগাঁও উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক আমেনা খাতুন অভিযোগপত্র আদালতে জমা দেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন—বালুঘাট গ্রিন সিটি গার্ডেনের কেয়ারটেকার এনামুল হক, শাহীন চৌধুরী ও মাহমুদুল হাসান। অন্যদিকে, গ্রিন সিটি গার্ডেনের আরেক কেয়ারটেকার হামিদুর রহমানসহ এজাহারনামী পাঁচ আসামি এবং অজ্ঞাতনামা আটজনের বিরুদ্ধে মামলাটি থেকে অব্যাহারের সুপারিশ করা হয়েছে।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবুল কালাম আজাদ অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত বৃহস্পতিবার মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ প্রেরণ করা হয়েছে।”
মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই নারী সাংবাদিক জানতে পারেন, একটি সংঘবদ্ধ চক্র মাটিকাটা সিঙ্গার শোরুম গলিতে নিরীহ নারী ও পুরুষদের জিম্মি করে নির্যাতন করে অশ্লীল ছবি বা ভিডিও তৈরি করছে এবং তা দিয়ে টাকা আদায় করছে।
সংবাদ সত্যতা যাচাই করতে ১৭ মার্চ রাত ১১টার দিকে ওই সাংবাদিক ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা সিঙ্গার শোরুমের গলিতে গেলে অজ্ঞাতনামা ১৬ জন তাকে ঘিরে ধরে। তারা মারধর ও শারীরিক নির্যাতনের পর রাত ১টার দিকে পল্লবীর বালুঘাটের ‘ইস্টার গার্ডেন গ্রিন সিটি বিল্ডিংয়ের তৃতীয় তলায়’ আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে তিনি পালানোর চেষ্টা করলে আবার মারধর করা হয়। আশপাশের লোকজনের সহায়তায় তিনি জীবিত উদ্ধার হন।
মামলার পর পুলিশ এনামুল হক এবং হামিদুর রহমানকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। এনামুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বাংলাধারা/এসআর