ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৩:৪৩ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করে নিয়মিত হাজিরা দিচ্ছিলেন না। এ কারণে আদালতে তাদের জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সম্প্রতি হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। একপর্যায়ে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।
গত ২১ জুন মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল এলাকায় একটি বাসায় উভয় পক্ষকে ডাকা হয়। কিন্তু বৈঠকের একপর্যায়ে হিরো আলমসহ ১০-১২ জন ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর চড়াও হন, গালাগাল ও শারীরিকভাবে আক্রমণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রিয়া মনির অভিযোগ, ওই সময় আসামিরা কাঠের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন, ফলে তিনি মারাত্মক আহত হন। এছাড়া তার গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার পরদিন, ২৩ জুন, রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন। মামলায় হিরো আলমসহ একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

এ ঘটনায় এখনো হিরো আলমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাধারা/এসআর