ঈদযাত্রার প্রস্তুতি: শুরু হলো বাসের অগ্রিম টিকিট বিক্রি
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০২:০০ দুপুর

ছবি: সংগৃহিত
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে প্রস্তুত ঘরমুখো মানুষ। সেই যাত্রারই প্রথম ধাপ হিসেবে আজ শুক্রবার (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। ঈদের আগের দিন অর্থাৎ ২৯ মে পর্যন্ত যাত্রার টিকিট এখন থেকে সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।
বাস টার্মিনালগুলোতে সকাল থেকেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট সংগ্রহের জন্য কেউ এসেছেন সরাসরি কাউন্টারে, আবার কেউ অনলাইনে চেষ্টা করছেন কাঙ্ক্ষিত তারিখের আসন নিশ্চিত করতে।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানিয়েছেন, যাত্রীরা ১৬ মে থেকে দুই পদ্ধতিতেই - অনলাইন ও সরাসরি কাউন্টার - টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনেই টিকিট সরবরাহ করছে বলে জানান তিনি।
ভাড়া সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। পরিবহন মালিকদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।”
শুভঙ্কর ঘোষ রাকেশ আরও জানান, “গত ঈদে এসি বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে অনেক অভিযোগ এসেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার মালিকরা বসে সিদ্ধান্ত নিয়েছেন- এসি বাসের ভাড়া যেন সহনীয় পর্যায়ে থাকে।”
এরই মধ্যে বাস কোম্পানিগুলোও প্রস্তুতি নিচ্ছে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী, বিআরটিএ ও পরিবহন সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে চলছে প্রস্তুতিমূলক কার্যক্রম।
এবারের ঈদযাত্রায় যাত্রী নিরাপত্তা, সময়ানুবর্তিতা এবং ভাড়া নিয়ন্ত্রণ- তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে, নির্দিষ্ট পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড অ্যাপে টিকিট কাটতে, যাতে দালাল কিংবা অতিরিক্ত ভাড়ার ফাঁদে না পড়েন কেউ।
বাংলাধারা/এসআর