ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের আগেই প্রকাশ হতে পারে : মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ০২, ২০২৫, ১২:৫৩ দুপুর  

ছবি: সংগৃহিত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৫ আগস্টের আগেই প্রকাশ হতে পারে। এ ঘোষণাপত্র হবে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের একটি দালিলিক প্রমাণ, যেখানে আন্দোলনের পটভূমি, অভিপ্রায় এবং ভবিষ্যৎ লক্ষ্য স্পষ্টভাবে তুলে ধরা হবে।

শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘পুনর্জাগরণ শোভাযাত্রা’র সমাপ্তি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, “আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই আকাঙ্ক্ষার লিখিত রূপ থাকা জরুরি। জুলাই ঘোষণাপত্র সেই প্রামাণ্য দলিল হিসেবে কাজ করবে। এখানে আমরা কেন এই জায়গায় উপনীত হলাম, কেন জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হলো এবং আমরা কোন ভবিষ্যতের দিকে এগোতে চাই, এসব প্রশ্নের উত্তর স্পষ্টভাবে থাকবে।”

তিনি জানান, ঘোষণাপত্রে একটি রূপকল্পও থাকবে, যেখানে ভবিষ্যতের বাংলাদেশের একটি কাঙ্ক্ষিত চিত্র তুলে ধরা হবে। তবে ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের স্বাক্ষর লাগবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

মাহফুজ আলম আরও বলেন, “আমরা মনে করি, যে যে গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের সব রাজনৈতিক দলের মধ্যে একটি সাধারণ ঐকমত্য রয়েছে, সেগুলো ইতোমধ্যেই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত হয়েছে। এটি কোনো একক দলের দলিল নয়, বরং ঐতিহাসিক ও জাতীয় স্বার্থে গঠিত একটি দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”

তথ্য উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়, ঘোষণাপত্রটি কেবল একটি সময়ের প্রেক্ষাপট নয়, বরং দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণেও একটি মাইলফলক হতে চলেছে।

বাংলাধারা/এসআর