ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

কিউবা মিচেলকে ঘিরেই নতুন মৌসুমের দল সাজাচ্ছে বসুন্ধরা কিংস

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ০২, ২০২৫, ০১:১১ দুপুর  

ছবি: সংগৃহিত

গত মৌসুমটি ভুলে যেতে চায় বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আশানুরূপ ফল না পেয়ে তৃতীয় হয়ে মৌসুম শেষ করেছে দেশের অন্যতম শীর্ষ এই ক্লাব। রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতার অধীনে লক্ষ্য ছিল লিগ শিরোপা, কিন্তু ব্যর্থতা পিছু ছাড়েনি। নতুন মৌসুমের শুরুতে দলবদলে তেমন সক্রিয় না থাকলেও শেষ দিকে এসে একের পর এক চমক দেখিয়ে আলোচনায় ফিরে এসেছে কিংস।

সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার কিউবা মিচেল। ইংল্যান্ডের সান্ডারল্যান্ড যুব দলে খেলা এই তরুণকে দলে ভেড়ানোর পরপরই কিংস তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসকে। জানা গেছে, মিচেলকে ঘিরেই গড়ে তোলা হচ্ছে নতুন মৌসুমের পরিকল্পনা। ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, মূল কৌশল হবে মিচেলের খেলার ধরনকে ঘিরে এবং দলের প্রধান চালিকাশক্তি হবেন তিনিই। এমনকি তিনি পেতে পারেন ‘নাম্বার টেন’ জার্সিও।

বসুন্ধরা কিংসের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মিচেলকে দলে নিতে বেশ কিছু প্রণোদনা দেওয়া হয়। ইউরোপের পেশাদার পরিবেশ ছেড়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত সহজ ছিল না এই মিডফিল্ডারের জন্য। তবে ক্লাব কর্তৃপক্ষ তাঁকে আশ্বস্ত করে, তাঁর জন্য থাকবে বাড়তি সুযোগ-সুবিধা, যা অন্য বিদেশিদের চেয়ে আলাদা এবং উন্নত।

তিন বছরের চুক্তিতে বসুন্ধরায় যোগ দিলেও অর্থের অঙ্ক প্রকাশ করা হয়নি। তবে একটি সূত্র জানিয়েছে, তাঁর মাসিক বেতন প্রায় ১০ লাখ টাকা। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ আগস্ট দোহায় সিরিয়ার আল কারামাহ ক্লাবের বিপক্ষে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচেই কিংসের জার্সিতে অভিষেক হতে পারে মিচেলের। এরপর সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে দেখা যাবে তাঁকে বাংলাদেশ দলের হয়ে খেলতে।

এদিকে কিংস স্কোয়াডে বেশ কিছু পরিবর্তনও এসেছে। পারফরম্যান্সে সন্তুষ্ট না হয়ে শেখ মোরসালিন, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম ও টুটুল হোসেন বাদশাকে ছেড়ে দিয়েছে ক্লাবটি। নতুন করে দলে নেওয়া হয়েছে আবাহনীর অধিনায়ক মোহাম্মদ হৃদয়কে। বিদেশি ফুটবলারদের তালিকায় রয়েছে ঢাকা আবাহনীর রাফায়েল অগাস্তো ও মোহামেডানের এমানুয়েল সানডে।

সব মিলিয়ে বসুন্ধরা কিংস এবার শুধু ঘরোয়া লিগ নয়, আন্তর্জাতিক মঞ্চেও নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করতে চায়। সেই যাত্রার কেন্দ্রবিন্দুতেই আছেন তরুণ কিউবা মিচেল।

বাংলাধারা/এসআর