ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ দ্রুত নিশ্চিত করতে হবে : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ০২, ২০২৫, ১২:২৮ রাত  

ছবি: বিএনপি মিডিয়া সেল

গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকারদের তালিকা প্রণয়ন, দ্রুত বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একইসঙ্গে তিনি জাতীয় ঐক্য রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

মঙ্গলবার (১ জুলাই) রাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারগুলোর সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গুলশানের বাসভবন ফিরোজা থেকে অনুষ্ঠানে অংশ নেন সাবেক এই প্রধানমন্ত্রী।

লিখিত বক্তব্যে খালেদা জিয়া বলেন, “রক্তস্নাত জুলাই-আগস্ট এক বছর পর আবার আমাদের কাছে ফিরে এসেছে। গত ১৬ বছর ধরে নির্যাতন, গ্রেপ্তার, হত্যা ও নিপীড়নের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে আওয়ামী ফ্যাসিস্টরা একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন আমাদের সামনে নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ এসেছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা। তাদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে।”

তিনি বলেন, “গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকারদের তালিকা দ্রুত প্রস্তুত করতে হবে। পাশাপাশি দ্রুত বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে এসব পরিবারের জন্য সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা জরুরি।”

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে খালেদা জিয়া আরও বলেন, “যে সুযোগ সামনে এসেছে, তা কাজে লাগাতে আমাদের দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার।”

তিনি বলেন, “যেকোনো মূল্যে বীরের রক্তস্রোত এবং মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে। জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। আসুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করি। একইসঙ্গে কোটি মানুষের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন পূরণ করি।”


বাংলাধারা/এসআর