আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১১:৪৮ দুপুর

ছবি: সংগৃহিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিপক্ষের শুনানির জন্য এ দিন ধার্য করেছে।
গতকাল সোমবার (২৮ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চে এ শুনানি হয়। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান এবং অভিযোগ গঠনের পক্ষে যুক্তি দেন। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, আব্দুস সাত্তার পালোয়ান ও বিএম সুলতান মাহমুদ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
কৌঁসুলি মিজানুল ইসলাম বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। আজ আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করবেন।” এ মামলায় পলাতক ২৪ আসামিকে হাজির করতে গত ১৩ জুলাই ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে চারজন আইনজীবী নিয়োগ করা হয়েছে।
একই দিন ট্রাইব্যুনালে আশুলিয়ায় ছয়জনকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার মামলা ও লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যার মামলারও শুনানি হয়। আশুলিয়ার ঘটনায় দায়ের করা মামলায় আটজন আসামি পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই অভিযোগ গঠনের জন্য আগামী ৭ আগস্ট পরবর্তী দিন নির্ধারণ করেছে আদালত। প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত দেওয়া হয়। গত ২ জুলাই ট্রাইব্যুনাল সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। গ্রেপ্তার হওয়া আটজন আসামিকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গত ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যা করার পর পুলিশ সদস্যরা মরদেহগুলো ভ্যানে তুলে আগুন দেন। এমনকি একজন জীবিত ব্যক্তিকেও পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।
এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তারা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। এ তিনজনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২২ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত।
বাংলাধারা/এসআর