ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

চিকিৎসক নিতাই হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০১:৫৬ দুপুর  

ছবি: সংগৃহিত

ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৭ আগস্ট) ঢাকার দশম বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের পুনরায় কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোয়াজ্জেম হোসেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কামরুল হাসান অরুন, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া ও সাইদ মিজি। আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে আবুল কালাম, সাইদুল, ফয়সাল ও পেদা মাসুমকে। আর যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন রফিকুল ইসলাম।

২০১২ সালের ২৩ আগস্ট রাতে মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন ডা. নিতাই। হত্যার সময় বাসায় তার সঙ্গে ছিলেন কেবল বৃদ্ধা মা। স্ত্রী লাকী চৌধুরী তখন অবস্থান করছিলেন চট্টগ্রামে। পরদিন নিতাইয়ের বাবা বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ডা. নিতাই সে সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের একজন নেতা এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের সদস্য ছিলেন। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে এ হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হলো।

বাংলাধারা/এসআর