২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা
তারেক ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ১১:৩১ দুপুর
_20250819113104_original_15.webp)
ছবি: সংগৃহিত
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি শুরু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মাকসুল্লাহ।
তিনি আরও জানান, ভোর থেকে শুরু হওয়া শুনানিতে মামলার দুই পর্বের নথিপত্র মিলিয়ে মোট ১৫ হাজার ৪৭৭ পাতা উপস্থাপন করা হয়েছে। এসব নথি ঘিরে দীর্ঘ ও বিস্তারিত যুক্তিতর্ক চলবে।
এর আগে চলতি বছরের ১ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে এ মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেয়। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি হাইকোর্টের এক বেঞ্চ মামলার যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন। আদালত রায়ে মন্তব্য করেন, মামলার বিচার প্রক্রিয়া আইনসম্মত হয়নি এবং চার্জশিটও আইনত গ্রহণযোগ্য ছিল না।
তবে এর আগেই, ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক প্রতিমন্ত্রী বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই বছরের ২৭ নভেম্বর ওই রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে পৌঁছায়।
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। আজও অনেক ভুক্তভোগী শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে যন্ত্রণাময় জীবন কাটাচ্ছেন, কেউ কেউ স্থায়ী পঙ্গুত্বে ভুগছেন।
বাংলাধারা/এসআর