জুলাই গণহত্যার আসামির জামিন নিয়ে আইন উপদেষ্টার ব্যাখ্যা
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৪:৫৫ দুপুর

ছবি: সংগৃহিত
জুলাই গণহত্যার মামলায় হাইকোর্ট থেকে একজন পুলিশ সদস্যের জামিন দেওয়ার ঘটনায় শহীদ পরিবারের ক্ষোভের প্রেক্ষাপটে ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, এই জামিন আদেশের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।
আসিফ নজরুল লিখেছেন, “জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট একজন পুলিশ সদস্যকে জামিন দিয়েছেন। এতে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ হয়েছেন। তবে এ ধরনের জামিনাদেশ আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের বাইরে। হাইকোর্ট বা উচ্চ আদালতের সিদ্ধান্তের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।”
তিনি আরও জানান, হাইকোর্টের সিদ্ধান্ত প্রশ্নাতীত নয়। এ কারণে অ্যাটর্নি জেনারেলের দপ্তর ইতোমধ্যে জামিনাদেশের বিরুদ্ধে আপিল করেছে। এ বিষয়ে বুধবারই (২০ আগস্ট) সিদ্ধান্ত হতে পারে। যদি জামিন বাতিল হয়, তবে পুলিশ পুনরায় ওই আসামিকে গ্রেপ্তার করবে।
এর আগে মঙ্গলবার সকাল থেকে জুলাই শহীদ পরিবার ও আহতরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ শেষে তারা সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে আসামিদের জামিন দেওয়া হচ্ছে। তারা আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন এবং সংশ্লিষ্ট বিচারকদের অপসারণেরও দাবি জানান।
শহীদ পরিবারের এই দাবির পরপরই আইন উপদেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট করেন, জামিনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই।
বাংলাধারা/এসআর