ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

প্রত্যাবাসনের চেয়ে তহবিল সংগ্রহে জোর

রোহিঙ্গা সংকট সমাধানে প্রস্তুতিমূলক সংলাপ শুরু কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ১১:২৩ দুপুর  

ছবি: সংগৃহিত

রোহিঙ্গা সংকট সমাধান ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে কক্সবাজারে আগামী ২৪ আগস্ট শুরু হচ্ছে তিন দিনের প্রস্তুতিমূলক সংলাপ। জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে যে উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে, এটি তারই পূর্বধাপ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংলাপে অংশ নেবেন জাতিসংঘ, রোহিঙ্গা প্রতিনিধি, স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো। এ ছাড়া ভারত, মালয়েশিয়াসহ কয়েকটি আঞ্চলিক শক্তিধর দেশের মন্ত্রী ও ঢাকাস্থ দূতাবাসগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

২৪ আগস্ট বিকেলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সভাপতিত্বে প্রথম অধিবেশনে রোহিঙ্গা প্রতিনিধি ও স্থানীয় সমাজের অংশগ্রহণে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টির বিষয়ে আলোচনা হবে। একই রাতে পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে নৈশভোজ অনুষ্ঠিত হবে। পরদিন ২৫ আগস্ট শুরু হবে উচ্চপর্যায়ের মূল অধিবেশন। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। এ ছাড়া বক্তব্য রাখবেন রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ত্রাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টারা।

সংলাপে রোহিঙ্গাদের অভিজ্ঞতা ও চাহিদা সরাসরি শোনার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরুষ, নারী ও যুব প্রতিনিধিদের পাশাপাশি প্রবাসী রোহিঙ্গারাও তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। ২৬ আগস্ট ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে সংলাপ শেষ হবে।

কূটনৈতিক সূত্র বলছে, রাখাইনের অস্থিতিশীলতা ও নাগরিক অধিকারহীনতার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো অনিশ্চিত। বাংলাদেশ ও মিয়ানমারের কয়েক দফা আলোচনার পরও এ বিষয়ে কার্যকর কোনো অগ্রগতি হয়নি। তাই এবারের সংলাপে প্রত্যাবাসনের পরিবর্তে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা খাতে অর্থসংকট মোকাবিলার জন্য জরুরি তহবিল সংগ্রহে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকার বলছে, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নন, তাদের অবশ্যই নিজ দেশে ফিরতে হবে। তবে বর্তমান বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় মানবিক সংকট মোকাবিলা করাই এখন প্রধান লক্ষ্য।

বাংলাধারা/এসআর