ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

রাজধানীর বাজারে আবারও ডিমের দাম বাড়ল, সবজির বাজারেও স্বস্তি নেই

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ১২:৪৫ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানীর বাজারে ফের বেড়েছে ফার্মের ডিমের দাম। এক সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা পর্যন্ত বাড়তি দিতে হচ্ছে ক্রেতাদের। একইসঙ্গে শীতের আগমুহূর্তেও সবজির বাজার চড়া থাকায় নিত্যপণ্যের দামে স্বস্তি পাচ্ছেন না সাধারণ ক্রেতারা। তবে ব্যবসায়ীরা ঘোষিত ভোজ্যতেলের বাড়তি দাম এখনো কার্যকর হয়নি।

গতকাল বৃহস্পতিবার ফার্মের বাদামি ডিম ডজনপ্রতি বিক্রি হয়েছে ১৫০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৪০ টাকা। সাদা ডিম তুলনামূলক কিছুটা কম দামে, ডজনপ্রতি ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে মুরগির দামে কোনো পরিবর্তন আসেনি। ব্রয়লার প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, সোমবার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা করার ঘোষণা দিলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় নতুন দাম কার্যকর হয়নি। ফলে বাজারে এখনো লিটারপ্রতি সয়াবিন তেল ১৮৯ টাকাতেই পাওয়া যাচ্ছে।

সবজির বাজারে পরিস্থিতি আরও নাজুক। টানা বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় দাম কমার বদলে অনেক পণ্যের দাম বেড়েছে। কাঁচা মরিচের দাম কিছুটা কমে গেলেও এখনো প্রতি কেজি ১৮০ থেকে ২২০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৮০ টাকায় এবং ভারতীয় টমেটো ১২০ থেকে ১৪০ টাকায়। করলা, কাঁকরোল, বরবটি, ঢেঁড়স ও লতির দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। পটোল, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দুল ও লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

যা ক্রেতাদের কিছুটা স্বস্তি দিচ্ছে তা হলো মিষ্টিকুমড়া ও পেঁপে। এগুলো কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। আলুর দামও স্থিতিশীল আছে, কেজিপ্রতি ২০ থেকে ২২ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম অপরিবর্তিত থেকে কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকার মধ্যে।

নিত্যপণ্যের এ অস্থির বাজারে ক্রেতারা বলছেন, ডিম ও সবজির দাম যেভাবে বাড়ছে, তাতে সংসার চালানো দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।

বাংলাধারা/এসআর