ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

রাগের বশে বিচ্ছেদের কথা বলেছিলাম, ডিভোর্স হয়নি: মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৪:০৮ দুপুর  

ছবি: সংগৃহিত

চিত্রনায়িকা মাহিয়া মাহি বছর দেড়েক আগে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই তাদের একসঙ্গে কোথাও দেখা যেত না। তবে সম্প্রতি রাকিব ও ছেলে ফারিশের সঙ্গে তোলা ছবি প্রকাশের পর নতুন করে আলোচনায় আসেন তিনি।

ছবিটি প্রকাশের পর নেটিজেনদের প্রশ্ন উঠেছে, তাহলে কি আবার এক হলেন মাহি-রাকিব? এ বিষয়ে মাহির স্পষ্ট জবাব, আসলে তাদের বিচ্ছেদ ঘটেনি।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি বলেন, “আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না।” তিনি আরও জানান, সে সময় রাগের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিলেও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।

এর আগে এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, “আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু যখন দেখলাম চেষ্টা করেও সমাধান আসছে না, তখন বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো মনে হয়েছে। রাকিব এখনো ফারিশের প্রতি যত্নবান বাবা।”

তবে এবার নতুন করে দেওয়া সাক্ষাৎকারে মাহি বলেন, “আসলে কোনো বিচ্ছেদ হয়নি। আমাদের পাসপোর্টে এখনো লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।”

মাহির সাম্প্রতিক পোস্ট করা ছবিগুলো নিয়েও চলছে আলোচনা। তিনি জানান, “ছবিটি ভারতে তোলা হয়েছিল, তখন প্রকাশ করা হয়নি। কিন্তু যখন দেখলাম উইকিপিডিয়ায় লেখা আছে আমাদের ডিভোর্স হয়ে গেছে, তখন ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করি।”

এর আগে ২০১৬ সালে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। পাঁচ বছর সংসার টিকিয়ে ২০২১ সালে তিনি রাকিব সরকারকে বিয়ে করেন। দেড় বছর আগে হঠাৎ বিচ্ছেদের ঘোষণা দিলেও বাস্তবে সম্পর্কের ইতি টানেননি এই নায়িকা।

এদিকে, মাহিয়াকে নিয়ে নতুন ছবির ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। ‘অন্তর্যামী’ শিরোনামের ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।

বাংলাধারা/এসআর