ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সিইপিজেড কারখানার আগুন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ১২:৩৬ দুপুর  

ছবি: সংগৃহিত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

তবে এখনো ভবনের ভেতরে ধোঁয়া ও ছিটেফোঁটা আগুন দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে তাদের ১৭টি ইউনিট নির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছে।

অগ্নিকাণ্ডে আটতলা বিশিষ্ট ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানার ভবনটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে বলে জানান কর্মকর্তারা। আগুনের তীব্রতায় ভবনটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত অষ্টম তলার কিছু অংশ ধসে পড়ে। তবে আগুন আশপাশে ছড়িয়ে পড়েনি।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে কারখানার অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা সপ্তম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম নগরের বিভিন্ন স্টেশন থেকে মোট ২৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতেই সিইপিজেডে অবস্থানরত সেনাবাহিনীর একটি দল উদ্ধারকাজে যোগ দেয়। বিকেল নাগাদ নৌবাহিনী ও পরে বিমানবাহিনীর ইউনিটও যুক্ত হয়।

সন্ধ্যার পর আগুন ক্রমে পুরো ভবনে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। তীব্র উত্তাপে এক কিলোমিটার এলাকাজুড়ে পরিবেশ অসহনীয় হয়ে ওঠে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও শিল্প পুলিশ ভবন ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, “দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো ভেতরে নির্বাপণের কাজ চলছে। আগুনের উৎস কোথায় এবং কীভাবে লাগল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাধারা/এসআর