ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে : বেবিচক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৫:৩৭ বিকাল  

ছবি: সংগৃহিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সবার সম্মিলিত প্রচেষ্টায় অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে এক বিজ্ঞপ্তিতে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট এবং বিমানবাহিনীর ফায়ার টিম একসঙ্গে কাজ করছে। তাদের প্রচেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত পরে জানানো হবে।”

তবে বিজ্ঞপ্তি প্রকাশের সময়ও কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় আগুন জ্বলতে দেখা যায়। এ অংশে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দমকল কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

এর আগে দুপুরে কার্গো ভিলেজে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব টিম ও বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

বাংলাধারা/এসআর