দূরত্ব ভুলে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান ফখরুলের
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৫:৩২ বিকাল

ছবি: সংগৃহিত
রাজনৈতিক দলগুলোর প্রতি মতপার্থক্য ও ছোটখাটো দূরত্ব ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনে সর্বাত্মক অংশগ্রহণ ছাড়া গণতন্ত্রকে অর্থবহ করা সম্ভব নয়।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পানি ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান ফখরুল।
তিনি বলেন, “আমাদের ভিন্নমত ও মতপার্থক্য থাকতে পারে, তবে এসব ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক শক্তিকে নির্বাচনে অংশ নিতে হবে। নাহলে গণতন্ত্র কার্যকর হবে না।”
সংসদ ভবনের সামনে শুক্রবার ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা গণতন্ত্রকে কোনোভাবেই সাহায্য করে না। দায়িত্বশীল আচরণই এখন সময়ের দাবি।”
বিএনপি মহাসচিব শ্রমিক আন্দোলনের বর্তমান দুরবস্থার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আজ বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জড়িয়ে পড়ছে। অথচ শ্রমিকদের মৌলিক দাবি আদায়ই হওয়া উচিত ট্রেড ইউনিয়নের প্রধান কাজ।”
তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন, “একসময় শ্রমিক আন্দোলন ছিল সামাজিক পরিবর্তনের চালিকাশক্তি। কিন্তু বিশ্ব অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ও উৎপাদন প্রক্রিয়ার রূপান্তরের কারণে শ্রমিকদের গুরুত্ব কমে যাচ্ছে। এই বাস্তবতায় শ্রমিক ঐক্য তার শক্তি ও প্রাসঙ্গিকতা হারাচ্ছে।”
আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ফখরুল বলেন, “এই নির্বাচনই নির্ধারণ করবে আমরা আসলেই উদার গণতন্ত্রের পথে যেতে পারব কি না। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের মূল জায়গা, এটা কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না।”
তিনি জোর দিয়ে বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে সংসদকেন্দ্রিক কার্যক্রম চালাতে হবে। সব রাজনৈতিক দলের দায়িত্ব সংসদকে কার্যকর করা।”
সম্মেলনে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতা ও কর্মীরাও উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এসআর