ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

মিরপুরে ওয়ানডেতে বাংলাদেশের ধীরগতির ব্যাটিং, ২০৭ রানে অলআউট

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৬:৫৯ বিকাল  

ছবি: সংগৃহিত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ক্রীড়াপ্রেমীদের হতাশ করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো ইনিংস খেলে দল মাত্র ২০৭ রানে অলআউট হয়।

ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন অভিষেক ম্যাচে ফিফটিতে পৌঁছানোর কাছাকাছি পৌঁছেছিলেন। ৪৬তম ওভারে রোস্টন চেসকে বাউন্ডারি মারার চেষ্টা করতে গিয়ে অঙ্কনের ব্যাট মিস হয় এবং বল উইকেটের সঙ্গে লেগে যায়। এতে ৭৬ বলে ৪৬ রানে তার ইনিংস শেষ হয়। ধীরগতির এই ব্যাটিং বাংলাদেশকে আগেই চাপে ফেলেছিল।

দলীয় শুরুও ভালো হয়নি। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার মাত্র ৮ রানে ফিরে যান। নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় ৭১ রানের জুটি গড়লেও ব্যাটিং ছিল ধীর এবং তৃতীয় উইকেট পড়ে যাওয়া পর্যন্ত স্কোর পৌঁছায় ১০০-এ।

তাওহিদ হৃদয় ছিলেন একমাত্র ফিফটিয়ানের ইনিংসে। ৯০ বল খেলে ৩ চারে ও ২ ছক্কায় ৫১ রান করেন। তার ব্যাটিংয়ের ধীরগতি ও অন্যান্য ব্যাটসম্যানদের সীমিত স্কোরের কারণে বাংলাদেশ ২০০ রানের ওপরে পৌঁছাতে পারলেও ধীরগতিতে।

উইকেটররোপে জেইডন সিলস ঝড় তুলেন, তিন উইকেট নেন। শেষ দিকে রিশাদ হোসেনের ২৬ রানের ইনিংস কিছুটা স্থিতি তৈরি করলেও বাংলাদেশকে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি।

এভাবে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় রান সংগ্রহ সম্ভব হয়নি, যা পরবর্তী ম্যাচে চাপ সৃষ্টি করতে পারে।

বাংলাধারা/এসআর