ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ১২:২৬ দুপুর  

ছবি: সংগৃহিত

প্রেম জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও সবার গল্প শেষ হয় না সুখের পরিণতিতে। অনেক সময় সম্পর্ক ভেঙে যায়, আর সেই ভাঙন বয়ে আনে অসংখ্য অভিমান, অভিযোগ ও ঘৃণা। যেন হৃদয়ের ভেতর জমে থাকে ভারী এক পাথর। কিন্তু যদি সেই প্রাক্তনকেই একদিন নিঃশর্তে ক্ষমা করে দেওয়া যায়, কেমন হবে তখন?

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’। ২০১৮ সালে প্রথম সূচনা হওয়া এই দিবসটির মূল উদ্দেশ্য হলো- ভাঙা সম্পর্কের কষ্ট ভুলে প্রাক্তনকে ক্ষমা করে মন থেকে হালকা হয়ে নতুন জীবনের পথে এগিয়ে যাওয়া।

মনোবিশ্লেষকদের মতে, ক্ষমা মানে অতীতকে অস্বীকার করা নয়, বরং নিজেকে মানসিকভাবে মুক্ত করার পথ। প্রাক্তনের প্রতি রাগ, ঘৃণা কিংবা ক্ষোভ ধরে রাখলে সেই আগুনে পুড়ে যায় নিজেরই শান্তি। আর ক্ষমা করার মধ্য দিয়েই খুঁজে পাওয়া যায় মানসিক স্বস্তি ও নতুন করে বাঁচার শক্তি।

দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনার ঝড়। কেউ লিখছেন, “তোমাকে মাফ করে দিলাম”, কেউ আবার জানাচ্ছেন, “অতীত মুছে নতুন করে শুরু করতে চাই”।

বিশেষজ্ঞদের মতে, এই দিনটি আসলে সম্পর্কের শেষ নয়, বরং নতুন যাত্রার সূচনা করার অনুপ্রেরণা। সম্পর্ক যেভাবেই শেষ হোক না কেন, প্রাক্তনকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়াই হতে পারে জীবনের সবচেয়ে সুন্দর প্রতিশোধ।

বাংলাধারা/এসআর