ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

টি-টোয়েন্টি দলে ফিরছেন বাবর আজম ও নাসিম শাহ

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০২:৩২ দুপুর  

ছবি: সংগৃহিত

পাকিস্তানের ক্রিকেটে নতুন করে প্রাণ ফেরাচ্ছেন দুই তারকা ক্রিকেটার- ব্যাটার বাবর আজম এবং পেসার নাসিম শাহ। দীর্ঘ বিরতির পর আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাদের ফেরার সম্ভাবনা প্রায় নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক নির্বাচক জানান, এখনো জাতীয় দলের দরজা সবার জন্য খোলা। সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ বাবর ও নাসিম দুজনই নির্বাচকদের বিবেচনায় আছেন।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০২৪ সালে শেষ টি-টোয়েন্টি খেলার পর আবারও সেই প্রোটিয়াদের বিপক্ষেই মাঠে নামার অপেক্ষায় আছেন বাবর আজম। অন্যদিকে, নাসিম শাহ সর্বশেষ খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছরের নভেম্বরে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান দল শেষ প্রস্তুতিতে ব্যস্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকে তাই বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচকরা। শুধু টি-টোয়েন্টি নয়, পাশাপাশি ওয়ানডে সিরিজকেও বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

ইতোমধ্যেই জানা গেছে, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপ মাথায় রেখে পিসিবি মাঠকর্মীদের নির্দেশ দিয়েছে যেন একেবারে ফ্ল্যাট ব্যাটিং উইকেট না বানানো হয়। বরং সিরিজে দেখা মিলতে পারে স্পিন সহায়ক উইকেটের।

সিরিজ সূচি অনুযায়ী, তিন ম্যাচের টি-টোয়েন্টি শুরু হবে আগামী ২৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যথাক্রমে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর। এরপর ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাধারা/এসআর