ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: আপিল রায় ৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০২:৩০ দুপুর  

ছবি: সংগৃহিত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের খালাস রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ আগামী ৪ সেপ্টেম্বর এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ রায় ঘোষণার দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়, যেখানে ২৪ জন নেতা-কর্মী নিহত হন। ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।

২০১৮ সালে বিচারিক আদালত দুটি মামলার রায় ঘোষণা করে। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

এর ১৪ বছর পর বিচারিক আদালতের দেওয়া রায় হাইকোর্ট গত বছর বাতিল করে আসামিদের খালাস দেয়। এরপর মামলার বিভিন্ন আবেদন, ডেথ রেফারেন্স ও জেল আপিলসহ বিষয়গুলো হাইকোর্টে শুনানি হয়। ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন, যা অনুযায়ী সকল আসামি খালাস পান।

হাইকোর্টের রায়ে বলা হয়, দেশের ইতিহাসে এই হামলা একটি জঘন্য ও মর্মান্তিক ঘটনা। নিহতদের প্রতি ন্যায়বিচারের জন্য সুষ্ঠু ও স্বাধীন তদন্ত অপরিহার্য। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মামলার কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের পেপারবুক উপস্থাপনা থেকে চলতি বছরের ১৭ জুলাই আপিল শুনানি শুরু হয়। এর ধারাবাহিকতায় ৩১ জুলাই, ১৯ আগস্ট ও ২০ আগস্ট শুনানি সম্পন্ন হয়। ১ জুন আপিল বিভাগ বিস্ফোরক মামলায় লিভ টু আপিল মঞ্জুর করেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। আদালত চূড়ান্ত রায়ের জন্য ৪ সেপ্টেম্বরের দিন ধার্য করেন।

বাংলাধারা/এসআর