ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন সুখরঞ্জন বালি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৪:৩৩ দুপুর  

ছবি: সংগৃহিত

জামায়াতে ইসলামী নেতা প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অপহরণ, আটক রাখা ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেন। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, সুখরঞ্জন বালি অভিযোগে উল্লেখ করেছেন যে, তাকে অপহরণ করে আটক রাখা হয়, গুম করা হয় এবং দীর্ঘ সময় ভারতের কারাগারে বন্দী রাখা হয়।

তার আইনজীবী জানিয়েছেন, ২০১২ সালে সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলার সময় সুখরঞ্জন বালিকে সাক্ষ্য দেওয়ার জন্য পিরোজপুর থেকে ডাকা হয়েছিল। তবে সাক্ষ্য দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়, লাঞ্ছনা করা হয় এবং মিথ্যা তথ্য দিতে বাধ্য করার চেষ্টা করা হয়। সুখরঞ্জন বালি স্পষ্ট জানিয়েছেন, তার ভাই বিশাবালীকে হত্যা করা ঘটনায় সাঈদীর কোনো সংশ্লিষ্টতা নেই।

অভিযোগে বলা হয়েছে, ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে অস্বীকার করার পর তাকে সাদা পোশাকধারী পুলিশের সদস্যরা জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রাখে। প্রায় তিন মাস ধরে বদ্ধ রুমে থাকার পর তাকে ভারতের সীমান্তে হস্তান্তর করা হয়। পরে কলকাতার বশিরহাটে তাকে পাঁচ বছর কারাগারে রাখা হয়।

সুখরঞ্জন বালি জানিয়েছেন, এই ঘটনায় আইনি প্রতিকার পাওয়ার অধিকার তার আছে এবং তিনি প্রসিকিউশন অফিসে লিখিতভাবে পূর্ণ বিবরণসহ অভিযোগ জমা দিয়েছেন।

বাংলাধারা/এসআর