কেন্দ্র দখল করলেই বাতিল হবে ভোট : সিইসি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০১:১৭ দুপুর

ছবি: সংগৃহিত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিন স্পষ্ট করে বলেছেন, কোনো ভোটকেন্দ্র দখল হলে সেই কেন্দ্রের পুরো ভোটই বাতিল করা হবে।
শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক হয়।
সিইসি বলেন, “নির্বাচন হবে কি হবে না, এ নিয়ে আমরা কোনো রাজনৈতিক দলের বিতর্কে যেতে চাই না। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। তাঁর চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, আগের মতো একই জেলা প্রশাসক বা পুলিশ সুপারকে দায়িত্বে রাখার কোনো পরিকল্পনা নেই। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো সুযোগ কেউ পাবে না বলেও তিনি সতর্ক করেন। “যারা ভোটকেন্দ্র বা বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তারা সেই ইতিহাস ভুলে যান। এবার আর তা সম্ভব হবে না।”
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর পদ্ধতি) প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, “সংবিধানে এ ধরনের কোনো ব্যবস্থা নেই। তাই এ পথে আমরা যেতে পারি না। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে আলোচনা থাকলেও নির্বাচন কমিশন এতে জড়াতে চায় না।”
আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বিচার প্রক্রিয়া চলমান থাকায় দলটি আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না। “বিচারে কী হয়, তা দেখা যাক।”
বাংলাধারা/এসআর