ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

নির্বাচন বানচালের চেষ্টা চলছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৪:০৫ দুপুর  

ছবি: সংগৃহিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক মহল নতুন নতুন দাবি তুলে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, গণতন্ত্রপন্থী শক্তিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য দেশি-বিদেশি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা জিতে গেছি, এমনটা ভেবে আত্মতুষ্টির সুযোগ নেই।”

দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব দাবি করেন, বিদেশে বিশেষ করে দিল্লিতে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে এমন পরিকল্পনা করা হয়েছে, যাতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হয় এবং শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনা যায়।

তিনি সরকারের উদ্দেশে বলেন, “সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিত করাই এখন প্রধান দায়িত্ব।”

বাংলাধারা/এসআর