ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে আপিল শুনানি ৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০১:১৫ দুপুর  

ছবি: সংগৃহিত

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে দায়ের হওয়া মামলায় পরবর্তী আপিল শুনানির তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট। আগামী ৪ নভেম্বর এ শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে ২০০৬ সালে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মো. আতাউর রহমান একটি রিট দায়ের করেন। অভিযোগ ছিল- ১৯৮৬ সালে প্রণীত ও পরবর্তী সময়ে সংশোধিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে সাংবিধানিক পদ এবং সংবিধান স্বীকৃত বিভিন্ন পদকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিচে রাখা হয়েছে।

২০১০ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রায়ে ১৯৮৬ সালের পদমর্যাদাক্রম বাতিল ঘোষণা করে আট দফা নির্দেশনা দেন। রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে ২০১১ সালে আপিল করে। দীর্ঘ শুনানি শেষে ২০১৫ সালের ১১ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় ঘোষণা করে।

আপিল বিভাগের রায়ে বলা হয়-
১. সংবিধান দেশের সর্বোচ্চ আইন, তাই সাংবিধানিক পদধারীরা অগ্রাধিকার পাবেন।
২. জেলা ও সমমানের জজ সরকারে সচিবদের সঙ্গে একই স্তরে (১৬ নম্বর) অবস্থান করবেন।
৩. জেলা জজদের পরবর্তী ক্রমিকে (১৭ নম্বরে) অতিরিক্ত সচিবরা থাকবেন।

তবে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। পরবর্তীতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরাও এতে পক্ষভুক্ত হন।

সর্বশেষ রিভিউ আবেদনের শুনানি নিয়ে আজ আদালত আপিলের অনুমতি দেন এবং পরবর্তী শুনানির তারিখ হিসেবে ৪ নভেম্বর নির্ধারণ করেন।

শুনানিতে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন। জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার নিহাদ কবির ও অ্যাডভোকেট প্রবীর নিয়োগী। রাষ্ট্রপক্ষের হয়ে অংশ নেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার এম. আবদুল কাইয়ূম। এ ছাড়া ইন্টারভেনর হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

বাংলাধারা/এএস