ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

এক দিনে ১৪ মৃত্যু: গণপিটুনি, সংঘর্ষ, খুন ও আত্মহত্যা

শারমিন আহমেদ

 প্রকাশিত: সেপ্টেম্বর ০১, ২০২৫, ০১:১০ দুপুর  

ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, কুমিল্লা, নাটোর, নেত্রকোনা, চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, কুড়িগ্রাম ও দিনাজপুরে সংঘর্ষ, গণপিটুনি, কুপিয়ে হত্যা, আত্মহত্যা এবং পানিতে ডুবে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

রাজধানীর গুলশানে একটি পাঁচ তারকা হোটেল থেকে জ্যাকসন নামের ৫০ বছর বয়সী এক মার্কিন নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হোটেলে ওঠার পর টানা দুই দিন কোনো খাবার অর্ডার না করায় সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র দূতাবাসকে জানায়। পরে পুলিশ ও মেডিকেল টিম গিয়ে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।

অন্যদিকে খুলনার খান জাহান আলী সেতুর নিচ থেকে সিনিয়র সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীর ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি দৈনিক সংবাদ প্রতিদিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। রহস্যজনক এ মৃত্যুর তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কুমিল্লায় রামপুর এলাকার একটি বাড়ি থেকে লুৎফা বেগম ও তার মেয়ে শিল্পী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। একই জেলার কাঁটাবিলে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে মহরম হোসেন নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।

নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নে চোর সন্দেহে নবীর আলী নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। আর সিংড়ায় রিপন কুমার মোদক নামের এক ওষুধ কোম্পানির কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তার পাশে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে ব্যক্তিগত হতাশার কথা লেখা ছিল।

নেত্রকোনার মাঝাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য দুজাহান মিয়া এবং নূর মোহাম্মদ নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। চট্টগ্রামের হিলভিউ এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু। তিনি পেশায় কাচমিস্ত্রি ছিলেন এবং পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদী থেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আমজাদ ঢালীর লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে জেলার শ্রীনগরে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর নিখোঁজ হওয়া কৃষক আয়নাল হকের মরদেহ বাড়ির পাশের কলাবাগান থেকে উদ্ধার করেছে পুলিশ।

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গেছেন বিপ্লব নামে এক যুবক। আর দিনাজপুরের বিরলে দুরারোগ্য ব্যাধিতে ভুগতে থাকা ৭৮ বছরের সবাদ আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এভাবে একদিনে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া এসব মৃত্যুর ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। খুন, সংঘর্ষ, আত্মহত্যা ও রহস্যজনক মৃত্যু- সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।


বাংলাধারা/এসআর