ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই : আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৩, ২০২৫, ০২:১৬ দুপুর  

ছবি: সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ তুলে দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ নির্বাচন আয়োজনের সুযোগ করে দিয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আদালতে শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আর জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী।

এর আগে হাইকোর্ট এক রিটের প্রাথমিক শুনানিতে ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকা স্থগিত করে আদেশ দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করলে চেম্বার আদালত তা সাময়িকভাবে স্থগিত করে। পরে বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে এবং নির্বাচন আয়োজনের আর কোনো আইনগত বাধা রইল না।

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর এস এম ফরহাদ। তিনি ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। তার প্রার্থিতা বৈধ কি না—এ নিয়ে এক প্রার্থী হাইকোর্টে রিট করেন।

হাইকোর্ট তার আদেশে আবেদনকারীকে নির্দেশ দিয়েছে, ফরহাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে। ট্রাইব্যুনাল অভিযোগের সত্যতা যাচাই করে প্রতিবেদন দেবে ২১ অক্টোবরের মধ্যে।

ডাকসু নির্বাচনে এ বছর মোট ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৬২ জন নারী প্রার্থী। শুধু সদস্য পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৭ জন। এছাড়া ১৮টি হলের ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থিরা দুটি প্যানেল দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার প্রায় ১০টি প্যানেল নির্বাচনী লড়াইয়ে রয়েছে।

সবশেষ আদালতের নির্দেশে নিশ্চিত হলো, ৯ সেপ্টেম্বর ডাকসুর ব্যালটে ভোট পড়বে।

বাংলাধারা/এসআর