ভাঙ্গায় মহাসড়ক অবরোধে স্থবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ
প্রকাশিত: সেপ্টেম্বর ০৫, ২০২৫, ১২:৩৭ দুপুর
_20250905123654_original_37.webp)
ছবি: সংগৃহিত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে আংশিকভাবে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে হাজারো মানুষ ভাঙ্গা-ফরিদপুর ও ভাঙ্গা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে স্থবির হয়ে যায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল। এতে ২১ জেলার যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
সকাল থেকে ভাঙ্গার সুয়াদি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। একইসঙ্গে হামিরদী ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়ায় ব্যারিকেড দেন। ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়ে যায়, সাধারণ যাত্রীদের ভোগান্তি পৌঁছায় চরমে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের পর থেকেই ভাঙ্গার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, “স্বাধীনতার পর থেকে এই ইউনিয়নগুলো ভাঙ্গার অংশ। কোনো অবস্থাতেই নগরকান্দার সঙ্গে যুক্ত হতে দেব না। প্রয়োজনে রাস্তায় জীবন দেব, তবু ১ ইঞ্চি জমিও ছাড়ব না।”
অবরোধ কর্মসূচিতে যুক্ত হয়েছেন বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলও। তিনি আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দেন এবং সতর্ক করেন, জনগণের দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। আমরা বারবার বুঝিয়েও অবরোধকারীদের সড়ক থেকে সরাতে পারছি না।”
স্থানীয়দের হুঁশিয়ারি, দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
বাংলাধারা/এসআর