ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

জাকসু নির্বাচনে ছাত্রদলের ৮ দফা ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৬, ২০২৫, ০৪:৪২ দুপুর  

ছবি: সংগৃহিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ‘সাদী-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ’ আট দফা ইশতেহার প্রকাশ করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’-এর পাদদেশে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়।

‘প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ’- এই স্লোগান নিয়ে ঘোষিত ইশতেহারে শিক্ষা ও গবেষণার উন্নয়ন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসম্মত স্বাস্থ্যসেবা, আবাসন, পরিবহণ ব্যবস্থা, ক্রীড়া-সংস্কৃতি এবং পরিবেশ সংরক্ষণের অঙ্গীকার করা হয়েছে।

ইশতেহারের আট দফা হলো-
১. আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, ২. শিক্ষাবান্ধব ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, ৩. পরিকল্পিত আবাসন ও উন্নত খাবার, ৪. নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা, ৫. মানসম্মত স্বাস্থ্যসেবা, ৬. সুসমন্বিত পরিবহণ ব্যবস্থা,৭. ক্রীড়া ও সাংস্কৃতিক বৈচিত্র্য, ৮. পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস।

প্যানেলের ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান বলেন, “আমাদের লক্ষ্য একটি শিক্ষাবান্ধব, নিরাপদ ও আধুনিক জাহাঙ্গীরনগর গড়ে তোলা এবং নিয়মিত জাকসু নির্বাচন নিশ্চিত করা।”

তিনি আরও জানান, শাখা ছাত্রদলের উদ্যোগে ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে হেপাটাইটিস-বি ভ্যাকসিন দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ শয্যার মেডিকেল সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

বাংলাধারা/এসআর