ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

নির্বাচন পেছানোর সুযোগ নেই, ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই ভোট: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৫:৪৭ বিকাল  

ছবি: সংগৃহিত

রাজনৈতিক ভিন্নমত থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুরে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ‘দল থাকলে মতপার্থক্য থাকবেই। ভিন্নমত না থাকলে ভিন্ন দলই বা কেন হবে? তবে আমরা আবারও স্পষ্ট করে বলছি, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। সময় পেছানোর কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা হবে। সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে এবং প্রতিটি ভোটার যেন অবাধে ভোট দেওয়ার সুযোগ পান, সে বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। তাঁর ভাষায়, ‘ডাকসু নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় ছিল। কে জিতল বা হারল, সেটা আমাদের বিষয় নয়। তবে আইনশৃঙ্খলা রক্ষায় সফল ভূমিকা আমাদের জন্য স্বস্তিদায়ক।’

কবি ফররুখ আহমেদের স্মৃতিচারণ করতে গিয়ে প্রেস সচিব জানান, কবির শৈশবের স্মৃতিবিজড়িত স্থাপনাগুলো অক্ষত রেখেই রেললাইন নির্মাণ করা হবে। ‘কবির বাড়ি ও তার বসবার আসন সংরক্ষণ করে কীভাবে রেলপথ নির্মাণ করা যায়, তা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে,’ বলেন তিনি।

প্রেস সচিবের এই সফরে মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলাম, রেলওয়ের প্রকৌশলী ফয়জুল করিম খানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এসআর