অদক্ষতার প্রমাণ দিচ্ছে জাবি প্রশাসন: মাসুদ কামাল
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:২৪ দুপুর

ছবি: সংগৃহিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ৩৭ ঘণ্টা আগে। কিন্তু এত সময় পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। শনিবারও চলছে ভোট গণনার কাজ। ফলে ফলাফল কবে নাগাদ প্রকাশ হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই বিলম্বকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অদক্ষতা নিয়েও উঠেছে তুমুল প্রশ্ন।
এ অবস্থায় সাংবাদিক মাসুদ কামাল নির্বাচনী প্রক্রিয়ার ধীরগতিকে আখ্যা দিয়েছেন ‘ভয়ংকর ব্যর্থতা’ হিসেবে। নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, “১১ হাজার ভোট গুনতে কি সত্যিই তিন দিন লাগে? এখানে ২৫টি পদে লড়েছেন মাত্র ১৭৭ জন প্রার্থী। এত বড় কোনো আয়োজন নয় যে ফলাফল প্রকাশে এতটা সময় লাগবে।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “তাহলে কেন পারলেন না? কারণ একটাই, কোনো প্রস্তুতি ছিল না। ভোট গণনা যান্ত্রিকভাবে হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই ব্যবস্থাকে কার্যকর রাখার জন্য বিকল্প কোনো পরিকল্পনা ছিল না। একটি পদ্ধতি ব্যর্থ হলে আরেকটি চালু করার মতো ‘প্ল্যান বি’ প্রশাসনের কাছে ছিল না।”
নিজের হতাশা প্রকাশ করে মাসুদ কামাল বলেন, “এ রকম ভয়ংকর ব্যর্থতা জীবনে কখনো দেখিনি।”
বাংলাধারা/এসআর