ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা, এলাকাজুড়ে শোক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০২:০২ দুপুর  

ছবি: সংগৃহিত

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উথলী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার হোসেন (৫৫) ও হামজা হোসেন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই ভাইয়ের সঙ্গে প্রতিবেশী খোকার পরিবারের গরু কেনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে আনোয়ার ও হামজা মাঠে কৃষি কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, দুই ভাইয়ের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এর মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান, অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে, দোষীদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।

হঠাৎ ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাধারা/এসআর