ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

টেকনাফের গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ০৩, ২০২৫, ০৭:১২ বিকাল  

ছবি: সংগৃহিত

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহিন পাহাড় থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে মানবপাচারের হাত থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে যৌথ এই অভিযানের নেতৃত্ব দেয় কোস্টগার্ড। অভিযানের বিষয়ে নিশ্চিত করেছেন সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়- সমুদ্রপথে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী-শিশু ও পুরুষদের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে।

পরে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ নারী, ১২ পুরুষ ও ৮ শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানান, পাচারকারীরা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। বিদেশে পাঠানোর প্রস্তুতির কথা বলে তাদের শারীরিক নির্যাতনও করা হয়।

কোস্টগার্ড জানায়, আটক পাচারকারী ও উদ্ধার হওয়া ভুক্তভোগীদের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে। পাশাপাশি মানবপাচারসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/এসআর