আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট
প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২৫, ০২:৪৭ দুপুর

ছবি: সংগৃহিত
সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীতে অবস্থিত এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দুপুর ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সবুজ ইসলাম জানান, দুপুরের পরপরই তারা আগুনের খবর পান। এরপর জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং ডিইপিজেডের আরও তিনটি ইউনিট একযোগে আগুন নেভাতে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাংলাধারা/এসআর