ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

অনুষ্ঠিত হলো ‘গিগাবাইট কর্পোরেট মিট আপ’

নাজিম উদ্দিন

 প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ১০:০২ রাত  

 বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন উৎপাদক প্রতিষ্ঠান গিগাবাইট- তাদের মাদারবোর্ড, ব্র্যান্ড পিসিসহ সকল পর্যায়ের কার্যক্রমের ধারণা দিতে শতাধিক কর্পোরেট লিডারদের নিয়ে আয়োজন করেছে ‘গিগাবাইট কর্পোরেট মিট আপ’। যেখানে-কর্পোরেট সেলস টিম মেম্বার, সেলস টিম লিডার, বিজনেস ডেভেলপমেন্টের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 
বুধবার (১৬ অক্টোবর) রাজাধানীর স্মার্ট জহির টাওয়ারের রুফটমপের হলরুমে এই মিটআপ অনুষ্ঠিত হয়। গিগাবাইটের একমাত্র পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস এর সহযোগিতায় এর আয়োজন করে গিগাবাইট। 
স্মার্ট টেকনোলজিস এর গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরীর সঞ্চালনায় গিগাবাইট বাংলাদেশের কন্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের জেনারেল ম্যানেজার (এইচআর) চৌধুরী গোলাম নুর-এ-সানি, সিনিয়র জেনারেল ম্যানেজার (কর্পোরেট সেলস) শাহেদ ইকবালসহ অন্যান্য কর্মকর্তারা। 
বেশ সোহার্দপূর্ণ পরিবেশে উপস্থিত লিডারগণ তাদের কার্যপরিকল্পনা, গিগাবাইট পণ্যের গুনাগুনসহ আইটি মার্কেটে কি ধরণের সমস্যার মুখোমুখি হন, সে বিষয়ে খোলামেলা আলোচনা সহ তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এই গুরুত্বপূর্ণ কর্পোরেট মিট-তাদের মধ্যে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।