ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

আসিফ মাহমুদ বাণিজ্যমেলার পুরাতন মাঠে হবে বড় ঈদ জামাত, বসবে মেলা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১০:৫৭ রাত  

দরজায় কড়া নাড়ছে মুসলমানদের বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতোমধ্যে মানুষ ঢাকা ছাড়তে শুরু করলেও এবার রাজধানীতে ভিন্নরকম ঈদ আয়োজনের বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি জানান, এবার ঈদের বড় জামাত হবে বাণিজ্যমেলার পুরাতন মাঠে, যেখানে বসবে মেলা। এমনকি ঈদের জামাত শেষে হবে ঐতিহ্যবাহী ঈদ মিছিলও।

রোববার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে ঈদ ঘিরে এসব পরিকল্পনার কথা জানান উপদেষ্টা।

 
তিনি বলেন, ‘এ উদ্যোগের অংশ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্যমেলার পুরাতন মাঠ) ঈদের জামাত হবে। ঠিক গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে তেমনই মেলা থাকবে দিনব্যাপী। নামাজের পরে হবে ঈদ আনন্দ মিছিল। আনন্দ পূর্ণ ও বর্ণাঢ্য একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজনের কোনো অংশেই ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না। মিছিলটি জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘আসুন নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। এবারের ঈদটা একসাথে উদযাপন করি। নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে।’

সবশেষে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানান উপদেষ্টা।