ঢাকা, রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৯১ টাকা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৫, ০৬:৫০ বিকাল  

ছবি: সংগৃহিত

ভোক্তা পর্যায়ে আবারও কমানো হলো এলপি গ্যাসের দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৯১ টাকা হ্রাস পেয়ে নতুন করে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৩ আগস্ট) বিইআরসি এ ঘোষণা দেয়, যা সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুতে- ২ জুলাই প্রতি ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেসময় অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা করা হয়।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য হ্রাসের কারণে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নিয়মিত মূল্য সমন্বয়ের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে।

দেশে সরকারি ব্যবস্থাপনায় প্রাকৃতিক গ্যাস ছাড়া প্রায় সব বাণিজ্যিক ও ঘরোয়া চাহিদার জন্য ব্যবহৃত হয় আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপি গ্যাস)। তাই আন্তর্জাতিক বাজারে এর দামের ওঠানামার সঙ্গে মিলিয়ে প্রতি মাসে এই মূল্য পুনর্নির্ধারণ করে বিইআরসি।

বাংলাধারা/এসআর