টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত
প্রকাশিত: আগস্ট ০৭, ২০২৫, ১১:০৬ দুপুর

ছবি: সংগৃহিত
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার ডিউটি অফিসার ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে দুইজন ছিলেন মোটরসাইকেলের আরোহী এবং অপরজন পিকআপভ্যানের চালক। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যান দুটি সামনাসামনি সংঘর্ষে জড়ায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাধারা/এসআর