গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, সন্দেহভাজন ৫ জন আটক
প্রকাশিত: আগস্ট ০৮, ২০২৫, ০৯:২২ রাত

ছবি: সংগৃহিত
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, “হত্যাকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না।”
তিনি আরও জানান, “সিসিটিভি ফুটেজে আটক পাঁচজনকে দেখা যায়নি, তবে বিভিন্ন সূত্রের ভিত্তিতে সন্দেহের বশে তাদের আটক করা হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিস্তারিত জানা যাবে।”
এর আগে, নিহত তুহিনের ভাই সেলিম মিয়া বাসন থানায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায়। জানা যায়, তুহিন স্থানীয়ভাবে ঘটে যাওয়া একটি হামলার ভিডিও ধারণ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।
বাংলাধারা/এসআর